আমি হলাম সেই চাদাওয়ালা
আমি হলাম সেই চাদাওয়ালা ভাবছিলাম এবার পূজো র বাহানা মেরে ছুটি নিয়ে থাকবো আমি বাড়িতে মাথায় ভরা আছে খানিকটা আইডিয়া, সারতাম কিছু কাজ আর হয়ত একটা পেন্টিং। বারেবারে ডাকলো একজন, বলল কেন এইবার মরে পড়ে আছো, নিয়ে যাও বাড়ি থেকে চাদা। যাবার পথে মনে পড়ল, ভদ্রলোক দেবেন আমায় প্রথমবার চাদা। কিন্তু প্যান্ডেলে আমায় যদি দেখতে না পায়, পরের বছর শোনাবে যখন চাদা নিতে যাই, আমরা নতুন ব্যাঙ্গালোরে; চাদা নিয় আমাদেরকে একাই ছেড়ে দিলে। তুমি ছিলেটা কোথায় ভাই? একছিল রবি ঠাকুরের কাবুলিওয়ালা; খোকা আর খুকিরা ভয়ে পালাত। আর আমি হলাম দূর্গা পূজার চাদাওয়ালা, কি জানি কেন আমায় ও সবাই দেখে পালায়. আমি হলাম চাদাওয়ালা, বছরে একইবার আসি, আর গাই আমি একই গান আয় রে আয় তোরা সবাই আমায় চাদা দিয়ে যা। আর সবাই আমায় দেখলে একই গান গায় ভাগো রে ভাগো, এসে গেল সেই একই চাদাওয়ালা। না জানিয়ে যদি তোমাদের বাড়িতে চাদা নিতে যাই চাদা না দিয়ে তোমরা, জামাই এর মত ট্রিট কোরো আমায়, খাওয়াও লুচি আর বিভিন্ন রকম মিষ্টি। মনে রেখো যদি আমায় খালি হাতে ফেরাও, এই বলে পূজোতে যাবে নাকি ...